Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রিয়াজের মৎস্য শিকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০৩ এএম


বড়শিতে মাছ ধরা রিয়াজের প্রিয় শখ। যখনই সময় পান বড়শি নিয়ে বিভিন্ন পুকুরে ছুটে যান। বড়শি ফেলে মাছ ধরা উপভোগ করেন। এবারের ঈদের ছুটিতেও তিনি মাছ ধরেছেন। পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শখের মাছ শিকার করেন। একটি বেসরকারি মৎস্য খামারে গিয়ে তিনি বড়শি ফেলেন। সেখানে তার বড়শিতে ধরা পড়ে বিশাল আকৃতির এক কাতল মাছ। মাছসহ নিজের সেই ছবি তার ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেন, আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল)। এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি পানি থেকে ওপরে তোলা কঠিন ছিল। কারণ, আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। শেষ পর্যন্ত পানিতে নেমে এটাকে অনেক কসরত করে তুলতে হয়েছে। মাছটি তোলার সময় প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল। সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে। মাছটির এত ওজন ছিল ১৪ কেজি। এটি তুলতে গিয়ে আমি নিজেই বাঁকা হয়ে গেছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াজ

২২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ