Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ বছর পর রিয়াজ ও মম সিনেমায় জুটি হচ্ছেন!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

প্রায় ১৫ বছর পর আবার চলচ্চিত্রে জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ ও ছোটপর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম। ১৫ বছর আগে ২০০৭ সালে তারা জুটিবদ্ধ হয়েছিলেন হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায়। লাক্স-চ্যানেল আই তারকা প্রতিযোগিতার অংশ হিসেবে সিনেমাটি নির্মিত হয়েছিল। সে সময় বলা হয়েছিল যিনি লাক্স চ্যাম্পিয়ন হবেন, তাকে সিনেমায় নায়িকা হওয়ার সুযোগ দেয়া হবে। প্রতিযোগিতায় মম চ্যাম্পিয়ন হয়েছিলেন। প্রতিযোগিতার প্রতিশ্রুতি অনুযায়ী, দারুচিনি দ্বীপ সিনেমায় নায়িকা হিসেবে সুযোগ পান মম। তার নায়ক ছিল রিয়াজ। তারপর তারা একসঙ্গে অনেক নাটকে কাজ করলেও সিনেমায় দেখা যায়নি। এবার ১৫ বছর পর এই জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন চিত্রপরিচালক অনন্য মামুন। সিনেমাটির নাম ‘রেডিও’। অনন্য মামুন জানান, রেডিও ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হবে। একটি গ্রামের কিছু মানুষের ঘটনা থাকবে সেখানে। যাদের কাছে ৭ মার্চের ভাষণ অনেক ভূমিকা রেখেছে। সবকিছু ঠিক থাকলে রেডিও সিনেমার শুটিং ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু করব। তবে এ ব্যাপারে রিয়াজ ও মম এখনও কিছু বলেননি।



 

Show all comments
  • কৌশিক সরকার ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৬ এএম says : 0
    শুভ কামনা রইলো এই জুটির জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৫ বছর পর রিয়াজ ও মম সিনেমায় জুটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ