Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাবির প্রক্টরের পদত্যাগসহ ৫ দফা দাবি

ভিসির সাথে সাদা দলের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাম্প্রতিক সংঘর্ষ ও চলমান কর্মকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন সাদা দলের কেন্দ্রীয় কমিটি, বর্তমান ও সাবেক সিনেট সদস্যবৃন্দ। এসময় তারা অবিলম্বে ঢাবির প্রক্টর প্রফেসর ড. একেএম গোলাম রাব্বানীসহ প্রক্টরিয়াল টিমের পদত্যাগ, ক্যাম্পাসে সহাবস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান। গতকাল সোমবার দুপুরে সংগঠনের একটি প্রতিনিধি দল ঢাবি ভিসির সাথে সাক্ষাত করেন। এসময় তারা ঢাবি ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেইসাথে ক্যাম্পাসে সকল দল ও মতের শিক্ষার্থীদের জন্য সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। ঢাবি ভিসি সাদা দলের দাবিগুলো মনযোগ দিয়ে শোনেন এবং প্রতিকারের আশ্বাস দেন বলে সংশ্লিষ্টরা জানান।

সাদা দলের দাবিসমূহ হলো- ১. বিগত কয়েকদিন ধরে ঢাবি ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। ২. দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসকল মামলা হয়েছে সেগুলো তুলে নেয়া বা প্রত্যাহার করতে হবে। ৩. বিগত কয়েকদিনে যে সকল ছাত্র-ছাত্রী ও নেতৃবৃন্দ আহত হয়েছেন তাদের সুচিকিতসার ব্যবস্থা করতে হবে। ৪. বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতি সমভাবে সংবেদনশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ৫. শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের জন্য অবাধ পরিবেশ তৈরিতে কার্যকর ভুমিকা গ্রহণ করতে হবে। এছাড়া মৌখিকভাবে সম্প্রতি ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার কারণে অবিলম্বে প্রক্টর প্রফেসর একেএম গোলাম রাব্বানী সহ প্রক্টরিয়াল টিমের পদত্যাগ দাবি করেন সাদা দলের নেতারা।
তারা বলেন, প্রক্টরের যে দায়িত্ব তা পালনে তিনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি একতরফা আচরণ করেই যাচ্ছেন। এজন্য আমরা উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টা শুধু ভিসির নজরে এনেছি কিন্তু দাবির অন্তর্ভুক্ত করিনি।
প্রফেসর লুৎফর বলেন, আসলে কোন দাবিটা মানা হবে আর কোনটা মানা হবে না সেটা আমরা সবাই জানি। তবে আগামী বুধবার ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে এর প্রতিবাদ ও শাস্তির দাবিতে আমরা মানববন্ধন করব। মানববন্ধনটি অপরাজেয় বাংলার সামনে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সাদা দলের আহ্বায়ক প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মামুন আহমেদ, প্রফেসর ড. মোঃ ইউসুফ হায়দার, প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, প্রফেসর ড. সদরুল আমীন, প্রফেসর ড. ইয়ারুল কবীর, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. লায়লা নূর ইসলাম, প্রফেসর ড. মো. মহিউদ্দিন, প্রফেসর ড. জাহাঙ্গীর আলম চৌধুরী ও এমএ কাউসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ