পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভোগান্তি শেষ হতে না হতেই, নতুন করে আশঙ্কা নিয়ে এলো মাঙ্কিপক্স। নতুন সংক্রমণটি আফ্রিকার পর ইউরোপ ও আমেরিকাসহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২টির অধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। ৯২ জন মানুষের দেহে এই সংক্রমণটি শনাক্ত হয়েছে। এছাড়াও সন্দেহের পর্যায় রয়েছে আরও অসংখ্য মানুষ। বিশেষ করে, তরুণদের মাঝে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বেশিরভাগ। ডব্লিউএইচও-এর তথ্য মতে, বিশ্বজুড়ে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও। এ সময়ে সবাইকে সচেতন থাকা খুবই জরুরি। তাই এমন ভয়ানক পরিস্থিতিতে সরকারের কাছে বিনীত আবেদন, যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়। সচেতনতার বার্তা সবার কাছে দ্রুত পৌঁছে দেওয়া হয়।
মনিরুল ইসলাম
ভুলবাকুটিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।