Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলন্ত ট্রেনে ঢিল ছোড়াকে না বলি

| প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০৫ এএম

করোনার হানা, আর লকডাউনে অন্যান্য যাত্রী পরিবহন সেবার মতো যাত্রীবাহী ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ ছিলো। অনেকদিন বাদে রেলওয়েতে যাত্রীবাহী ট্রেনগুলোর চাকা ঘুরতে শুরু করেছে। তাই নতুন করে শঙ্কাও জাগছে ফের ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয় কিনা সেটা ভেবে। কেননা, অনেক সময়ই দেখা গেছে, চলন্ত ট্রেনে কাদা কিংবা পাথর ছোঁড়ার কারণে আহত হয়েছেন যাত্রীরা। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনকে লক্ষ্য করে কাদা, পাথর ছোড়ার ফলে কারো চোখে কিংবা কপালে লেগে রক্ত ঝড়েছে। কখনো কখনো লোকো মাস্টাররাও পাথর সন্ত্রাসের শিকার হয়েছেন, গুরুতর আহত হয়েছেন তারাও। তাতে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। তাই আসুন, আমরা নিজে সচেতন হই, অপরকেও সচেতন করি। যাতে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় নিরাপদ হয় ট্রেন যাত্রা।
মঈনুল হক খান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন