Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বকালীন রেকর্ড ভেঙে তলানিতে ভারতীয় মুদ্রা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০০ এএম

ভারতীয় অর্থনীতিতে জোর ধাক্কা। ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় তলানিতে গিয়ে ঠেকল। সর্বকালীন রেকর্ড ভেঙে এক ডলারের দাম বেড়ে হল ভারতীয় মুদ্রায় ৭৭.৪২ রুপি। এর আগে কখনও ভারতীয় মুদ্রার এত অবমূল্যায়ন হয়নি।

এক সময় ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন নিয়ে ইউপিএ সরকারকে তোপ দাগতে বিজেপি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বয়সের তুলনা টানত। আজকে সেই বিজেপি জমানাতেই টাকার দাম সবচেয়ে নিচে গিয়ে ঠেকল। এদিকে সপ্তাহের শুরুর দিনই ভারতের শেয়ার বাজারের সূচক ছিল লাল রেখার নিচে। এদিন দুপুরে বম্বে স্টক এক্সচেঞ্জে ০.৫৯ শতাংশ বা ৩২২.২৩ পয়েন্ট পতন দেখা যায় গত সেশনের তুলনায়। এর জেরে সেনসেক্স গিয়ে ঠেকে ৫৪,৫১৩.৩৫ পয়েন্টে। এদিকে নিফটিও ০.৬৩ শতাংশ বা ১০৩.২০ পয়েন্ট পড়ে যায়। এর জেরে নিফটি গিয়ে ঠেকে ১৬,৩০৮.০৫ পয়েন্টে।

বাজার বিশেষজ্ঞদের মতে, মন্দার বাজারে নিজেকে সুরক্ষিত রাখতেই বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করছেন না। গত ফেব্রুয়ারি মাসের শেষভাগ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ঝুঁকি নিতে নারাজ বিনিয়োগকারীরা। যুদ্ধ এখনও অব্যাহত থাকায়, বিনিয়োগকারীদের মনেও ভয় থেকে যাচ্ছে। এর কারণেই বিশ্ব বাজারে আর্থিক মন্দা দেখা দিয়েছে।

গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ তাদের বেঞ্চমার্ক ফান্ডের দর ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পর ডলারের দাম ক্রমশ বাড়তে শুরু করেছে। জুন মাসে এই বেসিস পয়েন্টের ৭৫ পয়েন্ট বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে অন্যান্য দেশের মুদ্রার দাম যেখানে কমছে, সেখানেই বিশ্ব বাজারে যাবতীয় বাণিজ্য-লেনদেন ডলারে হওয়ায় মার্কিন মুদ্রার দাম ক্রমশ বেড়েই চলেছে।

মে মাসের মধ্যে ভারতীয় ইক্যুয়িটি বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৬ হাজার ৪০০ কোটি রুপির বিনিয়োগ তুলে নিয়েছে। এরফলে ভারতের বাণিজ্যিক বাজারে মন্দার প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ক্রমেই অপরিশোধিত ক্রুড তেলের দাম বাড়ছে। বর্তমানে ব্যারেল প্রতি ক্রুড তেলের দাম ১১০ ডলার পার করেছে। ভারত তার তেলের মোট চাহিদার ৮৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করে, আগামী দিনে রাশিয়ার সঙ্গে কম দামে তেল কেনার চুক্তি না করতে পারলে, আরও সমস্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, পেট্রো পণ্য তথা কাঁচা তেলের দাম বৃদ্ধি, যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি বিষয় ভারতীয় রুপির অবমূল্যায়নের বড় কারণ। রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়েও তা আটকাতে পারেনি। অনেকের মতে, এই অবমুল্যায়ন হয়তো এখানেই থামবে না। অচিরেই তা পৌঁছে যেতে পারে কমবেশি ৮০ রুপিতে। সূত্র : হিন্দুস্থান টাইমস।



 

Show all comments
  • Khakan Soren ১০ মে, ২০২২, ৬:০৮ এএম says : 0
    ডলারের পরিবর্তে অন্য কারেন্সির মাধ্যমে বিশ্ব বানিজ্যের চিন্তা ভাবনার সময় আসছে।পৃথিবীতে এতো দেশের সঙ্গে ভারতের ব‍্যবসা বানিজ‍্য রয়েছে তা ডলারের পরিবর্তে দুই দেশের কারেন্সিতে বিনিময় হলে ডলারের একাধিপত্য খর্ব হবেই হবে
    Total Reply(0) Reply
  • সেখ কামাল হোসেন ১০ মে, ২০২২, ৬:০৯ এএম says : 0
    দেশের প্রধানরা অর্থনৈতিক ছেড়ে ধর্মীয় বিভাজন নিয়ে ব্যাস্ত হলে টাকার দাম কম হওয়ায় স্বাভাবিক ۔ দুর্ভাগ্য আমাদের ۔
    Total Reply(0) Reply
  • Sanjit Deb ১০ মে, ২০২২, ৬:০৯ এএম says : 0
    অশিক্ষিত দের হাতে দেশ টা শেষ হয়ে গেল।
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ৭ জুন, ২০২২, ৬:৫৪ এএম says : 0
    মুসলিম নির্যাতন বন্ধ না হলে খোদার গজব আরো ঘনীভূত হয়ে আসবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ