Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এলডিপি-ছাত্রলীগ সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৭:১১ পিএম | আপডেট : ৭:৫৬ পিএম, ৯ মে, ২০২২

কুমিল্লার চান্দিনায় একই স্থানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ( ৯ মে) দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

 গুলিবিদ্ধরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএর শিক্ষার্থী ও পৌরসভার ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে জনি সরকার এবং চান্দিনার নুরুল ইসলামের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানায়, দুপুরে দুইজন গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে আনা হয়েছে। জনি সরকারের হাতে ও নাজমুলের পায়ে গুলি লেগেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, রেদোয়ান আহমেদ চান্দিনার মাটিতে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছেন। তিনি নিজ হাতে আমার নেতাকর্মীদের গুলি করেছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের গুলির ঘটনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। চান্দিনা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। বিগত বিএনপি সরকারের একজন মন্ত্রীর গুলিতে আমার কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন৷ আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই৷ আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি। একই সঙ্গে এলাকার সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ