Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাগেরহাটের রামপালে র‌্যাবের অভিযানে গণধর্ষণের মূলহোতাসহ আটক- ৮

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৬:০১ পিএম

বাগেরহাটের রামপালে র‌্যাবের অভিযানে এক তরুনীকে গণধর্ষণের মূলহোতাসহ ৮ জনকে আটক করা হ‌য়ে‌ছে ৷ র‌্যাব ৬ এর একটি আভিযানিক দল সোমবার (৯ মে) রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৷
র‌্যাব জানায়, ধর্ষনের শিকার তরুনী মোংলায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসাবে কর্মরত ৷ রবিবার (৮ মে) ২০২২ সন্ধ্যায় সে গার্মেন্টস থেকে বাড়ি ফেরার সময় তার বন্ধু হৃদয়কে সাথে নিয়ে ভাগা হতে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার পথে মোঃ আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও মোঃ আসলাম শেখসহ তাদের সহযোগী ৭/৮ জন আসামীরা ভিকটিমকে জোরপূর্বক পাশের পরিত্যক্ত একটি মাদ্রাসার মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তারা হৃদয়কে আটকে রেখে মারধর করে ৷
পরে ওই তরুনী ডাক চিৎকার করলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি ভিকটিমের মা তাৎক্ষণিক র‌্যাব-৬ কে জানায় । এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান নিশ্চিত করে রামপাল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করে ৷ আটককৃতরা হলো মালিডাঙ্গা গ্রামের মোঃ আবুল হোসেন জোমাদ্দারের পুত্র মোঃ আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), কিসমত ঝনঝনিয়া গ্রামের আব্বাস আলী শেখ এর পুত্র মোঃ আসলাম শেখ(২২), ঝনঝনিয়া গ্রামের মোঃ মজিবর শেখ এর পুত্র মোঃ জনি শেখ (১৮), একই গ্রামের হযরত আলী শেখ এর পুত্র মোঃ মারুফ বিল্লা (২২), মালিডাঙ্গা গ্রামের মোঃ মোজাহের শেখ এর পুত্র মোঃ হাসান শেখ(২০), আব্দুল আজিজ শেখ এর পুত্র মোঃ রাসেল শেখ(২২), ঝনঝনিয়া গ্রামের আজিবর গাজীর পুত্র মোঃ হোসেন গাজী(১৮), ইয়াকুব আলী শেখ এর পুত্র মোঃ রাজু শেখ(২৪) ৷
এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের করা হ‌য়ে‌ছে ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ