মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রুশ জেনারেলদের হত্যা করতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। এ ছাড়া নিউইয়র্ক টাইমসে এসংক্রান্ত সংবাদ প্রকাশ করাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব বলেছে।
গতকাল বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এটা সত্য যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাদের গোয়েন্দা তথ্য দেয়, যাতে তারা ইউক্রেনকে রক্ষা করতে পারে। কিন্তু আমরা রাশিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য কখনোই দিই না। ইউক্রেনের সেনাবাহিনী কোন লক্ষ্যবস্তুতে হামলা করবে, সেই সিদ্ধান্তেও আমরা অংশ নিই না।’
গত বুধবার নিউইয়র্ক টাইমস কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের ইউনিটগুলোর অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে রাশিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের হত্যা করার সুযোগ পেয়েছে ইউক্রেন।
এ খবর প্রকাশের পর সারা বিশ্বে সাড়া পড়ে যায়। এরপর তীব্র প্রতিক্রিয়া জানান জন কিরবি। তিনি বলেন, ‘ইউক্রেন বাহিনী কখন কাকে হামলা করবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। তাদের সিদ্ধান্তে আমাদের কোনো অংশগ্রহণ নেই। ইউক্রেন বাহিনী সাধারণত নিজেরা যুদ্ধক্ষেত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যের সঙ্গে আমাদের ও মিত্রদের দেওয়া তথ্যের সমন্বয় করে সিদ্ধান্ত নিয়ে থাকে।’
এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন। তিনি কড়া সমালোচনা করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনীয়দের নিজেদের দেশ রক্ষায় সহায়তা করতে গোয়েন্দা তথ্য দিয়ে থাকে। আমরা রুশ জেনারেলদের হত্যার উদ্দেশ্যে কোনো গোয়েন্দা তথ্য দিই না।’
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ‘চলমান যুদ্ধে ইউক্রেনের সেনারা ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছে।’ তবে নিউইয়র্ক টাইমস ওই প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃতপক্ষে কতজন জেনারেলকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এ অভিযানে ইউক্রেন বেশ কয়েকজন রুশ জেনারেলকে হত্যার দাবি করলেও রাশিয়া একাধিক জেনারেলকে হত্যার দাবি অস্বীকার করেছে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।