Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেবিদ্বারে যৌতুক না পেয়ে স্ত্রীকে পোড়ানোর ঘটনায় স্বামী আটক

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ৩:১২ পিএম

কুমিল্লার দেবিদ্বারে যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। অগ্নিদগ্ধ সাদিয়া আক্তার উপজেলার পদ্মকোট গ্রামের আপুল সরকারের মেয়ে। তার স্বামী আসাদ সরকার উপজেলার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। সাদিয়া বর্তমানে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বানিয়াপাড়ায় স্বামীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালের ২৬ অক্টোবর পারিবারিক ভাবে সাদিয়া আক্তারের সাথে আসাদ সরকারের বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিলো তাদের সংসার। কিন্তু গত ৫/৬মাস ধরে যৌতুকের টাকার জন্য সাদিয়া আক্তারকে চাপ দিতে থাকে আসাদ সরকার ও তার পরিবারের লোকজন। বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা না দিলে আগুনে পুড়িয়ে মারবে বলে হুমকি দেন স্বামী আসাদ সরকার। এরপর থেকে যৌতুকের ৫ লক্ষ টাকার জন্য বিভিন্ন সময়ে সাদিয়া আক্তারের ওপর পাশবিক নির্যাতন শুরু করে পাষÐ স্বামী আসাদ সরকার। নির্যাতন সহ্য করেই এতদিন সাদিয়া আক্তার স্বামী আসাদ সরকারের সাথে সংসার করছিলেন। চলতি বছরের ৪ ফেব্রæয়ারি সাদিয়ার একটি ছেলে বাচ্চা হলে কয়েক ঘন্টা পরই মারা যায়। এর পর থেকে সাদিয়া আক্তারকে ৫ লক্ষ টাকা যৌতুক দিতে আবারও চাপ প্রয়োগ করেন যৌতুকলোভী স্বামী ও তার পরিবারের লোকজন।

এ দিকে, সাদিয়া আক্তারের বাবা অপুল সরকার প্রবাস থেকে বাড়ি ফিরে বর্তমানে বেকার জীবন যাপন করছে। বেকার বাবার কাছে এত টাকা চাইতে পারবেন না বলে জানালে সাদিয়া আক্তারের ওপর বিভিন্ন সময়ে কয়েক দফা নির্যাতন করে স্বামী আসাদ সরকার। এক পর্যায়ে সাদিয়া আক্তারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে বলেও হুমকি দেন আসাদ সরকার। এমন পারিবারিক কলহ চলছিল আসাদ সাদিয়া আক্তারের সংসারে। পরে গত শনিবার সকাল ৮টার দিকে সাদিয়া আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী আসাদ সরকার। আগুন দেওয়ার পর প্রতিবেশীদের জানানো হয় ‘গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ হয়েছে সাদিয়া আক্তার। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে অবস্থা আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। এতদিন এ খবর কেউ না জানলেও বৃহস্পতিবার সকালে বার্ন ইউনিট থেকে সাদিয়া আক্তার একটি ভিডিওবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে তোলপাড় শুরু হয়। ঘটনার পর থেকে আসাদ সরকার পালিয়ে গেলে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার রাতে তাকে গ্রেফতার করে।

অপর দিকে সাদিয়ার বোন নাদিয়া আক্তার দৈনিক ইনকিলাবকে বলেন, তার বোন সাদিয়া আক্তারকে বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করেছে আসাদ সরকার ও তার পরিবারের লোকজন। আগুনে তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। মাংস পুড়ে হাড্ডিতেও গিয়ে লেগেছে। আপুর অবস্থা শংকটাপন্ন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ