Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী রকি র‍্যাবের হাতে গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ৮:২৮ পিএম

জেলার শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার আসামী মিনহাজুল আবপদীন প্রকাশ রকি (৩২) র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের এসএম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রকি শহরের দক্ষিণ রুমালিয়ারছরা সমিতি বাজার এবিসি ঘোনা এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে। ইতোপূর্বে সে দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আবারো নানা অপরাধে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী বলেন, গেল এক মাস ধরে তার অপরাধ কর্মকাণ্ডের উপর নজর রেখেছিল র‍্যাব। সশস্ত্র অবস্থায় প্রকাশ্যে চলাফেরা করে রকি। এমন তথ্যের ভিত্তিতে একটি আবাসিক ভবন থেকে তাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি তার অপরাধ কর্মকান্ডে নতুন করে জড়িয়ে পড়ার নানা তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

 



 

Show all comments
  • ash ২৯ এপ্রিল, ২০২২, ৬:০১ এএম says : 0
    TENGRY VEGGE LULA KORE DEWA WICHITH !! ORA DESHER SHOTRU
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ