Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে মাদকসহ দুই সতিন গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৭:১১ পিএম

নীলফামারীর ডোমারে মাদকসহ দুই সতিনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

২৬ এপ্রিল (মঙ্গলবার) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতাররা হলেন- দক্ষিণ মটুকপুর টেপুপাড়ার মৃত উমিয়া মামুদের ছেলে ময়নুল ইসলাম এর ২ স্ত্রী জাহানারা বেগম (৫২) ও শাহানাজ বেগম (৪৮)। এ ঘটনায় তাদের স্বামী ময়নুল ইসলাম পলাতক রয়েছেন।

এলাকাবাসী জানায়, সকালে উপজেলার বোড়াগাড়ী ও পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক। অভিযানে জাহানারা বেগম ও শাহানাজ বেগম নামের ওই দুই সতিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল ও ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুপুরে উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে তাদের নামে ডোমার থানায় মামলা করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ