Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে হত্যা মামলার আরেক আসামী আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ৭:৩৮ পিএম

রাজশাহী নিউমার্কেটের সামনের ফুটপাতের ব্যবসায়ী রিয়াজুল হত্যা মামলার আরও এক আসামি আরিফ সরকার রাব্বি (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বিষ্ণুর মোড় এলাকায় তার বাড়ি। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ফুটপাতের স্যান্ডেল ব্যবসায়ী রিয়াজুল খুনের পর থেকে রাব্বি পলাতক ছিলেন। শনিবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশের একটি দল দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার নগরীর তেরোখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ মামলায় শরিফুজ্জামান ওরফে শরিফ (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী নিউমার্কেটের সামনে ফুটপাত দখল নিয়ে গত ২১ মার্চ রাতে রিয়াজুল ইসলাম নামের এক তরুণ ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হন। আহত হয়েছিলেন তার ভাই।
প্রতিপক্ষরা ফুটপাতে থাকা দুই ভাইয়ের স্যান্ডেলের দোকান তুলে দিয়ে নিজেরা দোকান দেওয়ার চেষ্টা করছিলেন। এর জের ধরে দোকানেই দুই ভাইয়ের ওপর আক্রমণ করা হয়। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ