বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল এলাকায় ৫ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাহেব আলী(৫০) নামের এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সাহেব আলী ঠাকুর লক্ষীকোল গ্রামের পূর্বপাড়ার মৃত আকবর কাজীর ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ১৯ এপ্রিল বিকেলে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার সময় শিশুটি ওই ঘটনার শিকার হয়। ওই সময় শিশুটিকে একা পেয়ে ভ্যানচালক সাহেব আলী মেয়েটিকে জোর করে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করতে থাকে। তখন মেয়েটির আর্ত চিৎকারে স্থানীযরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ওই ভ্যান চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে ওই নিপীড়নকারীকে আটক করে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করে। বুধবার দুপুরে ওই ধর্ষণচেষ্টাকারী ভ্যান চালককে আদালতে প্রেরণ করা হয় বলে জানান নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।