Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউক্রেন ইস্যুতে মিত্রদের সঙ্গে আজ বৈঠকে বসবেন বাইডেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১১:৪১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ মঙ্গলবার ইউক্রেন ইস্যু নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। হোয়াইট হাউস জানিয়েছে, রুশ বাহিনী কিয়েভে দখলের চেষ্টার পর ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে ব্যাপক হামলা শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট মিত্রদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ভিডিও কলের মাধ্যমে বৈঠক করবেন। তবে বৈঠকে কোন কোন মিত্র অংশ নেবেন, তা জানা যায়নি। এ বৈঠক ইউক্রেনের সমর্থনে মিত্রদের সঙ্গে নিয়মিত আলোচনার অংশ।’
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে রাশিয়াকে জবাবদিহি করার বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘দনবাসে যুদ্ধ শুরু হয়ে গেছে। রুশ বাহিনী এখানে ব্যাপক হামলা শুরু করেছে। আমরা আমাদের রক্ষা করার জন্য যুদ্ধ চালিয়ে যাব।’
দনবাস অঞ্চলকে লক্ষ্য করে রুশ বাহিনী তাদের হামলা জোরদার করেছে। এই অঞ্চল কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এর একাংশ মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ