Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাগঞ্জে পুরাতন সেতুর মালামালসহ ট্রাক চালক আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৯:৩১ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে পরিত্যক্ত লোহার সেতুর পুরাতন মালামাল নিয়ে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালকসহ একটি ট্রাক জব্দ করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জ থানা পুলিশের সহায়তায় বরিশাল শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘরের সামনে থেকে গত সোমবার ভোররাতে দিকে লোহার ভিম, এঙ্গেল ও পুরাতন রডসহ ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক মো. জাকির সরদারকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে কয়েকটি নতুন সেতু নির্মিত হওয়ায় পুরাতণ সেতুর লোহার ভিম, এঙ্গেলসহ বিভিন্ন মালামাল গোপনে কে বা কারা উপজেলার চৈতা মোড় এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী মো. ফরিদ মন্ডলের কাছে বিক্রি করে দেয় এবং সেই মালামাল ট্রাক যোগে অন্যত্র সরানোর খবর পেয়ে কাঁঠালতলী তদন্ত কেন্দ্রের পুলিশ চেক পোষ্ট বসিয়ে ট্রাক তল্লাশী চালায় এবং ভোররাতে বরিশাল শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘরের সামনে থেকে বাকেরগঞ্জ থানা পুলিশের সহায়তায় প্রায় ৩ টন পুরাতণ এঙ্গেল, ভিম ও রড ও লোহার অন্যান্য মালামালসহ ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের চালক মো জাকির সরদারকে আটক করা হয়। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শংকরপাশা গ্রামে। তবে ভাঙারী ব্যবসায়ী মো. ফরিদ মন্ডল ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসন তালুকদার বলেন, পুরাতন সেতুর লোহার মালামালসহ জব্দকৃত ট্রাকটি কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রে আছে। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলার প্রস্ততি চলছে।
মির্জাগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাধবখালী ইউনিয়নে কয়কটি স্থানে নতুন সেতু নির্মিত হওয়ায় ওই সকল স্থানের পুরাতণ সেতুর মালামাল কেউ রাতের আধাঁরে চুরি করে ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ