Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাকৃবিতে খাবারের দাম নিয়ন্ত্রণ জরুরি

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মেয়েদের আবসিক হল ৪টি। প্রত্যেক হলেই খাবারের ডাইনিংয়ের ব্যবস্থা চালু আছে। প্রথম বর্ষে অধিকাংশ শিক্ষার্থী ডাইনিংয়ের খাবারের উপর নির্ভরশীল। কিন্তু রমজান মাসে ডাইনিংগুলোতে দুপুরে খাবারের ব্যবস্থা থাকে না। এতে বিপাকে পড়ছে অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সকাল ও দুপুরের খাবারের জন্য নির্ভরশীল হতে হচ্ছে জব্বারের মোড়ের হোটেলগুলোর উপর। অধিকাংশ সময়ই দেখা যায় সকালের খাবারের কোনো হোটেলই খোলা থাকে না। দুপুরের সময় খাবারের ওর্ডার নিচ্ছে না। খাবার পাঠানোর কথা বলে খাবার পাঠায় না হোটেলগুলো। অধিকাংশ শিক্ষার্থীর পরীক্ষা চলায় তারা দুভোর্গের শিকার হচ্ছে। এছাড়াও হোটেলগুলোর যেমন খাবারের মান ভালো না, কিন্তু খাবারের দাম বেশি। যা শিক্ষার্থীদের জন্য কষ্টদায়ক। তাই রমজানে আবাসিক হলগুলো ডাইনিংয়ের দুপুরের খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি।

সাকিবা আক্তার লাবন্য
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন