Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতিকদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিল বাতিল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১১:১৭ এএম

২০ দলীয় জোট ও সমমনা রাজনীতিকদের সম্মানে ২০ এপ্রিল অনুষ্ঠেয় ইফতার মাহফিল বাতিল করেছে বিএনপি। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২০ এপ্রিল রাজনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ছিল। সেটি বাতিল করা হয়েছে।

বিএনপির একাধিক সূত্র বলছে, সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির অনশন কর্মসূচিতে জামায়াতের অংশ নেওয়ার কারণে দলের মধ্যে এবং ঐক্যে আগ্রহী রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। যেহেতু জামায়াত ২০ দলীয় জোটে আছে, ফলে ইফতার মাহফিলের আয়োজন করলে তাদের দাওয়াত দেওয়ার বিষয়টি সামনে চলে আসবে। এতে বিএনপির বৃহত্তর ঐক্যের প্রচেষ্টা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। ফলে বিএনপি এ ইফতার মাহফিল বাতিল করেছে। কেন ইফতার মাহফিল বাতিল করা হয়েছে- জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে কিছু বলার থাকলে দলের মুখপাত্র হিসেবে মহাসচিব বলবেন। আমার কোনো মন্তব্য নেই।

বিএনপির সঙ্গে ঐক্যে আগ্রহী একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলেন, বিএনপিকে ইদানিং অনেক কিছুতে অপরিকল্পিত ও অগোছালো মনে হচ্ছে। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে- ঘোড়ার আগে গাড়ি দৌড়ানোর মতো। তারা কেন বৃহত্তর ঐক্য করতে চায়, তা ঠিক না করে জাতীয় সরকারসহ বিভিন্ন ইস্যুতে কথা বলছে। বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সাইফুল হক বলেন, আমি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত ইফতারের দাওয়াত পাইনি। অনানুষ্ঠানিকভাবে দলটির কয়েকজন নেতা আমাকে ইফতারের বিষয়টি জানিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ