Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া জেলা জমিয়াতুল মোদার্রেছীনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ৬:৫৮ পিএম

বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার স্থানীয় একটি চাইনিজ রেঁস্তরায় সাবেক তোলা সভাপতি মরহুম অধ্যক্ষ শামসুদ্দীন ও সাবেক জেলা সভাপতি মরহুম অধ্যক্ষ তোফায়েল হোসেনের রুহের মাগফিরাত কামনায় ও পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জমিয়াতুল মোদারেছীনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মজিবুর রহমান মজ বিশেষ অতিথি ছিলেন সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মোখলেচুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মিফুল আপন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হযরত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদারেছীনের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, সেক্রেটারী অধ্যক্ষ রাগের হাসান ওসমানী, জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদিক, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ আ.ন.ম ইয়াহইয়া, অধ্যক্ষ ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুস শাকুর, অধ্যক্ষ আব্দুল মোমিন, অধ্যক্ষ আবুল কালাম আযাদ, হাফেজ আব্দুল মান্নান, অধ্যক্ষ শাহাদত হোসেন, অধ্যক্ষ এনামুল হক, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যক্ষ মুজিবুর রহমান, উপাধ্যক্ষ আব্দুল বারী, সুপার মাওঃ বেলাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হযরত আলী, মাওঃ গোলাম আজন, অধ্যক্ষ কামাল পাশা, জনাব মোকছেদুর রহমান দুলু, মোঃ আব্দুল মতিন প্রমুখ। মাহফিল শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায় রহমান সেন্ট্রাল মসজিদের খতীব মুফতী মাওঃ আব্দুল কালের। মহফিলে শিক্ষা পরিবারের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন মাদরাসার শতাধিক অধ্যক্ষ, সুপার ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোয়া মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ