Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরে থেমে থাকা ট্রাকে পর্যটকবাহী বাসের ধাক্কা, বিদেশীসহ ১০ নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ১:০০ পিএম

মিসরে ট্রাকের সাথে পর্যটকবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন ৪ ফরাসি এবং এক বেলজিয়ান নাগরিক। খবর সিএনবিসির।
গতকাল বুধবার দেশটির আসওয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে ধাক্কা লাগার কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন লেগে যায়। এ আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বাসে। পর্যটকদের সাথে প্রাণ হারিয়েছেন মিসরের পাঁচ নাগরিকও। গাড়িটি পর্যটকদের নিয়ে এসনার মন্দির থেকে নীলনদের তীরে যাচ্ছিল। দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি।
উদ্ধারকর্মীরা জানান, গুরুতর আহত এবং দগ্ধ হয়েছেন আরও ১৪ পর্যটক। যাদের ৮ জন ফ্রান্স এবং ৬ জন বেলজিয়ামের নাগরিক। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল ৩০টি অ্যাম্বুলেন্স- এমনটা নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশর

২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ