Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবপাচারে জড়িত চক্রের ৫ সদস্য আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১১:৩১ এএম

চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ ভুয়া নথিপত্র জব্দ করা হয়।

সোমবার রাতে আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে এলিট ফোর্সটি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানবপাচারে জড়িত চক্রটিকে ধরতে রাত থেকে কক্সবাজার ও চট্টগ্রামে অভিযান চালানো হয়। ভোরে তাদের কয়েকটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ