বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের চৌগাছায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে গেছে। হত্যার শিকার কাইয়ুম আলী (৫৫) যশোর সদর উপজেলার কাদিরপাড়া এলাকার ইসমাইল তরফদারের ছেলে। সোমবার সকালে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়ন এর সৈয়দপুর গ্রামস্থ সৈয়দপুর- সাতমাইলগামী পাকা রাস্তার পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রূপণ কুমার সরকার জানান, সোমবার সকালে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়ন এর সৈয়দপুর গ্রামস্থ সৈয়দপুর- সাতমাইলগামী পাকা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি হেফাজতে নেন এবং প্রাথমিকভাবে দেখা যায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
ডিবি ওসি আরও জানান, কায়ুম আলী মোটরসাইকেলে যাত্রী ভাড়ায় চালাতেন এবং গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার জামাতা মুন্নার সাথে কথা হয়।
তারপর থেকে আর কারো সাথে কথা হয় নাই । এরপর সকালে তার লাশ মাঠের মধ্যে পাওয়া যায়। তার ভাড়ায় চালিত সিটি হান্ড্রেড ইন্ডিয়ান পুরাতন মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা দুস্কৃতিকারীরা তার মোটরসাইকেল ছিনতাই ও পরবর্তী গলাকেটে হত্যা করতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।