Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুচার ঘটনা নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে : রাশিয়া

প্রেসিডেন্ট পর্যায়ে আলোচনার সময় হয়নি : রাশিয়ার শীর্ষ আলোচক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেনের বুচা শহরের পরিস্থিতি রাশিয়াকে অসম্মানিত করার এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ন্যায্যতা দেওয়ার জন্য একটি মিথ্যা প্রচারণা এবং যা ঘটেছে তার একটি সত্যিকারের তদন্ত ন্যাটো দেশগুলো চাইছে না। রাশিয়ার পার্লামেন্ট স্টেট ডুমার স্পিকার ভ্যাচেসøাভ ভোলোদিন গতকাল এ কথা বলেছেন।

‘একমাত্র উদ্দেশ্য হল রাশিয়াকে অসম্মান করা, নিষেধাজ্ঞার ন্যায্যতা, অস্ত্র সরবরাহ এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ কর্মের পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি আরো খারাপ করা,’ ভলোদিন বলেন, ‘ন্যাটো দেশগুলোর জন্য একটি তদন্ত কোনো কাজে আসে না, (যেহেতু) অপরাধীদের ইতোমধ্যেই পাওয়া গেছে।’ ‘কোনো তথ্য নেই, শুধু মিথ্যা। ইউক্রেনীয় মিডিয়াকে তাদের পোস্ট করা ফটো প্রমাণ মুছে দিতে হয়েছিল, যেহেতু তথ্যটি নিশ্চিত করা হয়নি। কিন্তু কেউই আর এসবকিছুকে পাত্তা দেয় না,’ স্পিকার ভলোডিন উপসংহারে বলেন।

এদিকে, রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গতকাল টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের বুচা শহরের পরিস্থিতি ইউক্রেনের জাল প্রচারের আরেকটি উদাহরণ। ‘কম্পিউটার গেম থেকে তোলা একটি বিমানের ছবি। আচারের বয়ামে একটি ড্রোন নামানো হয়েছে। ‘মৃত বীর’ যারা একটি রাশিয়ান যুদ্ধজাহাজের কাছে আত্মসমর্পণ করেছিল। এবং এখন বুচা,’ তিনি বলেন। মেদভেদেভের মতে, ‘এটি সব জাল খবর ইউক্রেনীয় প্রচার-প্রচারকদের উদ্ভট কল্পনা দ্বারা তৈরি।’

রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান উল্লেখ করেছেন, ‘অসংখ্য জনসংযোগ সংস্থা এবং ‘ট্রল কারখানা’ পশ্চিমা সরকারগুলো দ্বারা স্পনসর করা হয়েছে এবং তাদের অলাভজনক এবং এনজিওগুলো এসব ঘটনা প্রচারের জন্য প্রচুর অর্থ পায়।’ তার দৃষ্টিতে, ‘জাতীয়তাবাদী ব্যাটালিয়ন এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী থেকে বিক্ষুব্ধ জন্তুরা রাশিয়াকে অমানবিক করার জন্য এবং যতটা সম্ভব তার ভাবমর্যাদাকে কলঙ্কিত করার জন্য তাদের নিজস্ব বেসামরিক মানুষকে হত্যা করতে প্রস্তুত।’

পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ রাশিয়ান কর্মকর্তারা বারবার দাবি করেছেন যে, বুচা থেকে ফুটেজ ‘মঞ্চস্থ করা হয়েছে।’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, রাশিয়ার সামরিক বাহিনী উত্তর ইউক্রেনে কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস করার ঘোষণা দেয়ার একদিন পরে ৩০ মার্চ বুচা থেকে সব রাশিয়ান ইউনিট প্রত্যাহার করে নিয়েছে। তারা আরো দাবি করেছে যে, রাশিয়ান বাহিনী শহরটি নিয়ন্ত্রণ করার সময় কোনো বেসামরিক লোকের ক্ষতি হয়নি। মস্কো ‘ইউক্রেনের মিথ্যা প্রচারণা’ ও ‘জঘন্য উস্কানি’ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছিল, কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

এদিকে, ইউক্রেনের সাথে আলোচনায় রাশিয়ার শীর্ষ আলোচক ভøাদিমির মেডিনস্কি রোববার বলেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে যে বৈঠকটি তুরস্কে হওয়ার পরিকল্পনা করা হয়েছে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তুরস্কের ইস্তাম্বুলে মঙ্গলবারের আলোচনায় রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া মেডিনস্কি বলেছেন, পুতিন এবং জেলেনস্কি দেখা করার আগে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করতে ‘এখনও অনেক কাজ বাকি আছে’। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি প্রতিবেদন অনযায়ী রোববার কথা বলার সময়, মেডিনস্কি পুনরায় নিশ্চিত করেছেন যে, উভয়পক্ষ ইউক্রেনের একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করার এবং আন্তর্জাতিক নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে বিদেশী সামরিক ঘাঁটি রাখা থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার বিষয়ে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে।

ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়ার দাবি সম্পর্কে জানতে চাইলে মেডিনস্কি জানান, মস্কোর আলোচকরা এই সপ্তাহে ইস্তাম্বুলে আলোচনার সময় ইউক্রেনের বেশিরভাগ প্রস্তাবে অনানুষ্ঠানিকভাবে সম্মত হয়েছিল এবং দুই প্রেসিডেন্ট খসড়া চুক্তি নিয়ে আলোচনা করতে পারেন। তিনি বলেন, তিনি আরাখামিয়ার মতো আশাবাদী নন। আরাখামিয়া বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাজ হল নথিগুলোর চূড়ান্ত সংস্করণ এবং অসামান্য সমস্যাগুলো প্রেসিডেন্টদের একটি চূড়ান্ত বৈঠককে সক্ষম করার জন্য কাজ করা।’ তিনি বলেন, বৈঠকটি বাস্তবায়িত হলে, এটি সম্ভবত তুরস্ক, আঙ্কারা বা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।

মেডিনস্কি জোর দিয়ে বলেন যে, ক্রিমিয়া এবং ইউক্রেনের পূর্বে বিদ্রোহী অঞ্চলে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। ক্রেমলিন দাবি করে যে, ইউক্রেন ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করে, যা মস্কো ২০১৪ সালে সংযুক্ত করেছিল এবং ইউক্রেনের পূর্ব শিল্প কেন্দ্রস্থল ডনবাসে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। সূত্র : তাস, দ্য মস্কো টাইমস, ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ