Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমান সময়ের সবচেয়ে জটিল ও কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিম্ন আয়ের মানুষদের ভোগান্তির শেষ নাই। নিত্যদিনে যা আয় করে তা দিয়ে প্রয়োজনীয় বাজার-সদাই করা একরকম কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনগুলো নিয়ে বড় কষ্টে পার করতে হবে তাদের। ভোজ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছুর মূল্যে ঊর্ধ্বগতি, যা কেনা সাধারণ নিম্ন আয়ের মানুষদের কষ্টসাধ্য ব্যাপার। এমন পরিস্থিতির মোকাবেলা করা অনেকর পক্ষেই কঠিন। চলছে রমজান মাস, রমজানে সাধারণ মানুষের কাজকর্ম আরো কমে যায়। তাই নিম্ন আয়ের মানুষদের কষ্টের সীমা নাই। কিন্তু এ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানবে কে? কে এগিয়ে আসবে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, রমজানে দ্রব্যমূল্যের লাগাম টানুন। দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি রোধ করুন, যাতে সাধারণ নিম্ন আয়ের মানুষগুলো ভালোভাবে রমজান মাসটা পার করতে পারে।

এইচ, এম কাওছার হোসাইন
একদন্ত, আটঘরিয়া, পাবনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন