গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
প্রথম রমজানে এতিম-আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি। আজ রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেবে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এছাড়া ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে ইফতার হোটেল ওয়েষ্টিন, রাজনীতিকদের সন্মানে ২০ এপ্রিল হোটেল লেক শোর, পেশাজীবীদের সন্মানে ২৮ এপ্রিল লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও একাধিক ইফতার পার্টির আয়োজন করা হবে। এসব ইফতার অনুষ্ঠানে মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতারা।
দলের অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোট শরিকদের বাইরেও কয়েকটি রাজনৈতিক দল বিএনপির ইফতারেও অংশগ্রহণ করবেন। এসব ইফতারে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।