Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুস্তির কমনওয়েলথ গেমস প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ৮:৪৯ পিএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ কুস্তি ফেডারেশন। এবার নিয়ে তৃতীয়বারের মতো কমনওয়েলথ গেমসে খেলবেন বাংলাদেশের কুস্তিগীররা। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে চলছে বার্মিংহাম কমনওয়েলথ গেমসগামী বাংলাদেশ দলের আট কুস্তিগীরের অনুশীলন। এখান থেকে চারজনকে বার্মিংহামে পাঠানো হবে। অনুশীলনরত কুস্তিগীররা হলেন- ৫০ কেজিতে বাংলাদেশ আনসারের নদী চাকমা, ৫৭ কেজিতে একই সংস্থার রুপালী আক্তার, ৬৮ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর তিথী রায় ও আনসারের দোলা বেগম, ৯৭ কেজিতে আনসারের রাকিবুল খান ও লিটন বিশ্বাস, ৮৬ কেজিতে বিজিবির আবদুল রশিদ হাওলাদার এবং ৭৪ কেজিতে সেনাবাহিনীর আনোয়ার হোসেন। চুড়ান্ত দলের সঙ্গে বার্মিংহাম যাবেন কোচ একে মোবিন। তবে বাদ পড়াদের হতাশা হওয়ার কিছু নেই। বাকিরা যাবেন তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসে। এ প্রসঙ্গে কুস্তি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ শুক্রবার বলেন, ‘প্র্যাকটিস পার্টনারসহ আট জনকে ক্যাম্পে রাখলেও আমরা চারজনকে পাঠাবো বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। বাকিরা যাবে ইসলামিক সলিডারিটি গেমসে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুস্তি

১২ ফেব্রুয়ারি, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১
১৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ