নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের কুস্তিতে সাবেক তারকা খেলোয়াড় শিরিন সুলতানা এখন অতীত হওয়ায় বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলা তিথি রায়রা ম্যাট মাতাচ্ছেন। তবে আন্তর্জাতিক আসর থেকে আসছে না ছিটেফোটা সাফল্যও। তাই সেরা কুস্তিগীরদের খুঁজতে তৃণমূলে নজর দিয়েছেন বাংলাদেশ রেসলিং ফেডারেশনের কর্তারা। ভবিষ্যত কুস্তিগীর খুঁজতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় চষে বেড়াচ্ছেন তারা। ইতোমধ্যে যশোর ও নড়াইলে ১৫ দিনব্যাপী তৃণমূলের ক্যাম্প হয়েছে। ২৪ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে এবং পরদিন চাঁপাইনবাবগঞ্জে শুরু হবে ১৫ দিনব্যাপী কুস্তির ক্যাম্প। এ প্রসঙ্গে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেজবাহউদ্দিন আজাদ শুক্রবার বলেন,‘২০১৫ সালে একবার জাতীয় ক্রীড়া পরিষদ তৃণমূল প্রশিক্ষণ কার্যক্রম করেছিল। যেখান থেকে উঠে এসেছিল অনেক কুস্তিগীর। এবার আমরা নিজেরাই বিভিন্ন বিভাগ ও জেলায় তৃণমূলের কার্যক্রম শুরু করেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।