Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউনিয়ন পরিষদ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

ইউনিয়ন পরিষদ হলো দেশে পল্লী অঞ্চলের প্রশাসনিক একক। গ্রাম চৌকিদারি আইনের ১৮৭০ এর অধীনে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। পল্লী বা গ্রামীণ লোকদের বিভিন্ন সেবামূলক কাজের কেন্দ্র রূপে ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। সময়ের বিবর্তনে নতুন নতুন সেবামূলক কর্মসূচি যোগ করে পরিষদগুলো ভিন্ন মাত্রায় এগোচ্ছে। কিন্তু সেবামূলক বিভিন্ন কর্মসূচি যোগ হলেও বাস্তব চিত্রে এখানে ভোগান্তির শেষ নেই। কারণ, জন্ম বা মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, কৃষি তথ্যসহ বিভিন্ন সেবা দেয়া হয় খুবই ধীরগতিতে। সেবার পরিবর্তে ভোগান্তির শিকার বেশি। এছাড়াও অনেক ক্ষেত্রে অদক্ষ সেবাকর্মী নিয়োগের ফলে জনগণের ভোগান্তি হচ্ছে চরম মাত্রায়। জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদ ভুলে ভরা। শুধু তাই নয় ভুল সার্টিফিকেট ঠিক করাতে আলাদা টাকা গুনতে হচ্ছে। এসব নেতিবাচক কর্মকাণ্ডের ফলে গ্রামীণ মানুষ ইউনিয়ন পরিষদের সেবার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে। তাই, সরকারের ইউনিয়ন পরিষদ সেবার উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আলাদা দৃষ্টি রাখতে হবে। দক্ষ জনবল নিয়োগ দিয়ে জনগণের ভোগান্তি কমাতে হবে।
রুবা তালুকদার
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়



 

Show all comments
  • Md.Khorshed Alam ৩০ মার্চ, ২০২২, ৩:৪৭ পিএম says : 0
    JA JAY LANKA SE HOY RABON.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন