Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কমেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩৯ এএম

২০২১ সালে ভারতের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কমে ৭ হাজার ৪০১ কোটি ডলারে দাঁড়িয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২০ সালে এফডিআই ছিল ৮ হাজার ৭৫৫ কোটি ডলার। সে হিসাবে দেশটিতে গত বছর এফডিআই কমেছে ১৫ শতাংশ। খবর দ্য প্রিন্ট। লোকসভায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোম প্রকাশ বলেন, বৃহত্তর অর্থে এফডিআই হলো বাণিজ্যিক ব্যবসায়িক সিদ্ধান্ত। কয়েকটি বিষয়ের ওপর এফডিআই নির্ভর করে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা, বাজারের আকার, অবকাঠামো, রাজনৈতিক ও সাধারণ বিনিয়োগ পরিবেশসহ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়াতে একটি বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন করেছে ভারত সরকার। সোম প্রকাশ বলেন, নিয়মিত এফডিআই নীতি পর্যালোচনা করা হয়ে থাকে। মূলত ভারতকে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার উদ্দেশ্যেই এ নীতি প্রণয়ন করেছে সরকার। স্টেকহোল্ডারসহ শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করেই নীতিতে পরিবর্তন করা হয়। দ্য প্রিন্ট

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ