Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবির মফিজ লেক পুনরুজ্জীবিত করুন

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৪৮ এএম

স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। শুরুতে অনুষদ ভবন এবং সাদ্দাম হোসেন হলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি পাঠদান শুরু করেছিলো। তখন ক্যাম্পাস এতটা সুজলা-সুফলা ছিলো না। তীব্র রোদ আর হাহাকার মাঠের মাঝখানে এই ক্যাম্পাস তীলে তীলে গড়ে উঠেছে পাখিদের অভয়ারণ্যে। ছাত্রছাত্রীদের জন্য হয়েছে ছায়া শীতল বিচরণক্ষেত্র। মাটির রাস্তাগুলো পিচ ঢালা রাস্তায় পরিণত হয়েছে। ফাঁকা ক্যাম্পাসটি আম, জাম, কাঁঠাল, আমলকি এবং বিভিন্ন রকমের গাছ দ্বারা ভরপুর করা হয়েছে। যুগের পরিক্রমায় মফিজ লেক খ্যাত লেকটা সুন্দরভাবে সাজিয়ে বসার মতো জায়গা তৈরি করা হয়েছিল। নির্মাণ করা হয়েছিল একটি ওয়াচ টাওয়ার এবং পারাপার হওয়ার জন্য ছিল একটি ব্রিজ। লেকের পানিও সবসময় স্বচ্ছ রাখা হতো। পানির নিচে বড় বড় মাছ ভেসে বেড়াতে দেখে অনেকে আনন্দিত হতো। সুন্দর সজ্জিত লেককে কেন্দ্র করে বিকালে গিটার, বাঁশি নিয়ে অনেক শিক্ষার্থী সময় কাটাতো। রাত হলে ব্রিজে জ্বলে উঠতো রংধনুর মতো বাহারি আলো। কিন্তু পরিতাপের বিষয় এই যে, লেকটি এখন এখন বুড়িগঙ্গার দুর্গন্ধময় হয়ে পড়েছে। হলগুলোর যাবতীয় ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলার কারণে দিন দিন লেকটি ডাস্টবিনে রূপান্তরিত হচ্ছে। যেহেতু লেকটি ক্যাম্পাসের একপাশে অবস্থিত, সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই বললেই চলে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের আবেদন, আপনারা লেকটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবস্থা করুন। আমরা আবারও এর পাশে বসতে চাই এরপাশে ঠিক আগের মতোই মুগ্ধতা নিয়ে।

আবু সোহান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন