Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাস্তাটির সংস্কার প্রয়োজন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:১২ এএম

সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার অন্যতম একটি রাস্তা হলো- চিকনিকান্দি টু বেতাগী। বাসসহ অন্যান্য যানবাহন এ রুটে চলাচল করে। প্রতিদিন হাজার হাজার মানুষের আসা-যাওয়া হয় এ রাস্তা দিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো- এ রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে, একজন সুস্থ মানুষ গাড়িতে আসা-যাওয়া করলে অসুস্থ হয়ে বাসায় ফিরতে হয়। দীর্ঘদিন যাবৎ এ রাস্তাটির বেহাল অবস্থা বিরাজ করছে। কিন্তু কেউই রাস্তাটি সংস্কারের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। এভাবে আর কতদিন যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে? এলাকায় দায়িত্বরত ব্যক্তিরা নিজের সম্পদ গড়ার ভাবনাতেই ডুবে থাকেন, অথচ এসব রাস্তার উন্নয়ন নিয়ে তাদের ভাবার সময় থাকে না। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই যথাযথ কতৃপক্ষের কাছে অনুরোধ করবো, যাতে রাস্তাটি দ্রুত সংস্কার হয়।

মো. আল-আমিন
শিক্ষার্থী, ঢাকা কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন