Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোহারের খালগুলো বাঁচানো দরকার

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

ঢাকা জেলার অন্যান্য উপজেলাগুলোর মধ্যে দোহার অন্যতম। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও অর্থনীতিতে এগিয়ে গেলেও দোহারের সরকারি খালগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। বহু বছর পূর্বে এই খাল দিয়েই স্থানীয় মানুষেরা রাজধানীতে যাতায়াত করতো। আর কালের বিবর্তনে এগুলো এখন মৃতপ্রায়! খালের উপর গড়ে উঠা অবৈধ দোকান, প্রভাবশালী ব্যক্তিদের জবরদখলে খাল ভরাটের ফলে দোহারের অনেক এলাকায় এখন আর খাল চোখে পড়ে না! অপরদিকে অনেকেই বাড়ির যাবতীয় আবর্জনা খালে ফেলছে প্রতিনিয়ত। যার ফলে খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে দিন দিন। প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ ও নিয়মিত তদারকি বা নজরদারির অভাবে দোহারের সরকারি খালগুলো দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমতবস্থায় কতৃপক্ষের কাছে জোরালো আবেদন জানাচ্ছি, এই বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার ও অবৈধ খাল দখলদারদের আইনের আওতায় আনার।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন