প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘কেজিএফ’ মানেই যেন এক অন্যরকম উন্মাদনা। এই সিনেমাটির প্রথম চ্যাপ্টার মুক্তির পর থেকেই সবার অপেক্ষা ছিল চ্যাপ্টার দুই-এর। তবে মুক্তি হবে হবে করেও বারবার পিছিয়েছে এর মুক্তির তারিখ। এবার কেজিএফ-ভক্তদের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। যদিও এখনো মুক্তি পায়নি ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ট্রেলার, তবে ২৭ মার্চ ভারতের বেঙ্গালুরুতে এর ট্রেলার লঞ্চ-এর আয়োজন করেছে কর্তৃপক্ষ।
প্রযোজক বিজয়ের কাছে সিনেমাটি মুক্তির পরিকল্পনা জানতে চাওয়া হলে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা অন্য বড় চলচ্চিত্রগুলোর মধ্যে হারিয়ে যেতে চাইনি। আমরা চেয়েছিলাম আকর্ষণের কেন্দ্রে থাকতে। কর্নাটকে পুনীত রাজকুমারের একটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং সিনেমাটি মুক্তির পরই আমাদের প্রচারণা শুরু করতে চেয়েছিলাম। আমরা পুনীত রাজকুমারের শেষ সিনেমার সঙ্গে আমাদের প্রচারণার সংঘর্ষ করতে চাইনি।’
তিনি আরো বলেন, ‘আমরা এটি ভারতে প্রায় ৬০০০ স্ক্রিনে মুক্তি দেব। শুধু তাই নয়, আমরা ভারতের প্রায় সব সিনেমা হলে এটি মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’ তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা সবসময় চিত্রনাট্য ও ভালো নির্মাণে বিশ্বাসী। কেজিএফের গুণমান ছিল ব্যতিক্রমী এবং এর সাফল্য আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আমরা কেজিএফ থেকে অন্তত ১০ গুণ বড় সিক্যুয়েল তৈরি করেছি। তাই এই সিনেমা নিয়ে আমাদের প্রত্যাশাও অনেক গুণ বেশি।’
সিনেমাটির ট্রেলার মুক্তির বিষয়ে সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলাকে বলেন, ‘ট্রেলারটি আমাদের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে, যেখানে ভারতের সব ইন্ডাস্ট্রির লোকজন উপস্থিত হবে। অনুষ্ঠানটি হোস্ট করার জন্য আমরা বলিউডের একজন বড় ব্যক্তিত্বের সঙ্গেও আলোচনা করছি।’
এদিকে এখনো 'কেজিএক চ্যাপ্টার ২’-এর ট্রেলার মুক্তি না পেলেও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির একটি গান 'তুফান'। তা ছাড়া এর টিজারটিও করেছিল বিশ্বরেকর্ড। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ভিউ দিয়ে এগিয়ে ছিল টিজারটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।