Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় ইউক্রেনের অভিনেত্রী মারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১১:৩৫ এএম

ভারতের দক্ষিণী সিনেমার চিত্রনায়ক শিবকার্তিকেয়ন। পরিচালক অনুদীপ তাকে নিয়ে নির্মাণ করছেন ‘এসকে২০’ নামে সিনেমা। গত ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। তবে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল সংশয়। এবার জানা গেলো, শিবকার্তিকেয়নের নায়িকা চরিত্রে দেখা যাবে ইউক্রেনের মডেল-অভিনেত্রী মারিয়া রিবোশাপকাকে।

প্রযোজনা প্রতিষ্ঠান সুরেশ প্রোডাকশনের অফিশিয়াল টুইটারে মারিয়ার একটি ছবি পোস্ট করে লিখেছে—‘‘এসকে২০’ সিনেমার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করবেন মারিয়া। গর্জিয়াস এই অভিনেত্রীকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেয়ের আনন্দিত।’’

টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার টিম বর্তমানে আরেকটি সিনেমার শুটিং করছে। চলতি মাসের শেষে ‘এসকে২০’ সিনেমার অল্প কিছু দৃশ্যের শুটিং হবে। আগামী এপ্রিলে পুরোদমে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। তখনই অভিনেত্রী মারিয়া রিয়াবোশাপকা শুটিংয়ে অংশ গ্রহণ করবেন। ভারতের পন্ডিচেরি এবং যুক্তরাজ্যের লন্ডন শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে আসন্ন এই সিনেমার চিত্রনাট্য।

এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— সত্যরাজ, নবীন, আমরিন প্রমুখ। শ্রী ভেঙ্কটেশ্বরা ফিল্মস ও সুরেশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর সংগীত পরিচালনা করবেন থম্যান।

উল্লেখ্য, ইউক্রেনে জন্ম ও বেড়ে উঠা মারিয়ার। ২০১৮ সালে ‘ইটার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। কিছুদিন আগে হিন্দি ভাষার ‘স্পেশাল অপস’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন মারিয়া। ‘এসকে২০’ সিনেমার মাধ্যমে ভারতের দক্ষিণী সিনেমায় অভিষেক হবে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণী চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ