Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে বাংলা ভাষার বিকৃতি

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

বর্তমান সময় অনলাইন একটি শক্তিশালী প্লাটফর্ম। অনলাইনে সামাজিক যোগাযোগ ব্যবস্থার যে কয়েকটি মাধ্যম রয়েছে, তারমধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুক একটি বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটার সহযোগী মাধ্যম হলো ম্যাসেঞ্জার। ফেসবুক বা ম্যাসেঞ্জার যাই বলেন না কেন! এখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কম-বেশি আসক্ত। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে যোগাযোগ রক্ষার্থে এটা ব্যবহৃত হয়। এই সাইটে ভাষার বিভিন্ন অপব্যবহারও লক্ষ করা যায়। এর মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। একটি মহল বাংলা ভাষাকে অবহেলা, অবজ্ঞা করে, অন্য ভাষা ব্যবহারে বেশি আগ্রহী হচ্ছে। আবার এক শ্রেণি বাংলা ভাষাকে ইংরেজি অক্ষরে লিখছে। বাংলা কথা বা ভাষাকে ইংরেজি অক্ষরে লিখলে সেটা বেশির ভাগ সময় বিকৃত উচ্চারণ হয়। আর যারা বাংলা লিখছেন তাদেরও লেখায় বিভিন্ন সময়ে বিকৃতির মাত্রা লক্ষ করা যায়। শব্দ, বাক্য এমন কি উচ্চারণ ভঙ্গিতেও বাংলা ভাষার বিকৃতি বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর লাগাম টানবে কে? এ ক্ষেত্রে শিক্ষিত সমাজের সচেতনতার বিকল্প নেই। সচেতন হতে হবে লেখা, পড়া এবং বলার সময়ে। যেন কোনোভাবেই বাংলা ভাষার বিকৃতি না হয়। আসুন, নিজ মাতৃভাষাকে ভালোবাসি। বাংলা ভাষার বিকৃতি রোধে অধিক সচেতন থাকি।

এইচ, এম কাওছার হোসাইন
আটঘরিয়া, পাবনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন