Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগল চোর সন্দেহে রাবি শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৯:৪১ এএম

ছাগল চোর সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র জাহিদ হোসেন ও তার সাথে থাকা সাগর নামের এক স্থানীয় যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুরে নগরীর মতিহার থানা এলাকার রুয়েট গেটের সামনে থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন ছাগলের মালিক। ধরা পড়ার পর নিজেকে গোয়েন্দা পুলিশ হিসেবে মিথ্যা পরিচয় দেয়ার অভিযোগ উঠেছে এই ছাত্রের বিরুদ্ধে। তাতে আরও বিপাকে পড়েন তিনি। তাৎক্ষণিক ওই ছাত্রের পরিচয় জানা যায়নি।

মতিহার থানা পুলিশের ভাষ্যমতে, ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাগলের মালিক শাহেরা বানু ও তার স্বামী বাদশা মিয়া সন্দেহজনক চোর হিসেবে রাবির ছাত্র জাহিদসহ দু’জনকে আটকে রাখে। তবে এ সময় জাহিদ নিজেকে সিটিএসবির গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। পরে সিটিএসবির লোকজন সেখানে উপস্থিত হয়ে জাহিদ তাদের লোক নয় বলে জানান। তখন পুলিশে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

মতিহার থানা পুলিশে বলছে, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ