পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সম্প্রতি দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের লাগামহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এতে করে দেশের মধ্যবিও ও নিম্নবিত্ত মানুষের বেহাল অবস্থা। এই দৃশ্যপটের বাস্তব চিত্র ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশর (টিসিবি) ট্রাকের পেছনে লম্বা লাইন আর সাধারণ মানুষের কান্না। জিনিসপত্রের দাম নিয়ে বাজারজুড়ে শুধুই হতাশা আর ক্ষোভ। ভোজ্য তেল থেকে শুরু করে সবজিÑ দাম বাড়েনি এমন জিনিস খুঁজে পাওয়া মুশকিল। রাজধানীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় এবং ভালো না হওয়াই অধিকাংশ শিক্ষার্থী মেসে থাকছে। দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। করোনার কারণে অনেকের টিউশন চলে যাওয়ায় এ সমস্যা তীব্র হয়েছে। যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে জীবন থমকে যাবার উপক্রম হয়েছে। সামনের দিনগুলোতে এই ঊর্ধ্বগতি কোথায় গিয়ে ঠেকবে, সেটি ভেবে তাদের মধ্যে আতঙ্ক আর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম ধরবে কে? রোজার মাসকে সামনে রেখে বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জুনাইদ হোসাইন রায়িন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।