Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

কুষ্টিয়ায় মুদি দোকানে টিন কেটে ৩৫ লিটার সোয়াবিন তৈল চুরি, আটক -১

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৩:৩৮ পিএম

কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় বিনিময় নামক একটি মুদি দোকানের টিন কেটে ৩৫ লিটার তেল চুরি করে আশরাফুল ইসলাম (২৭) নামের এক যুবক। ওই যুবক মিরপুর উপজেলার উত্তর কাটদহ মোশারফ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বলে জানা গেছে।

স্থানীয় দোকান ব্যবসায়ীক সূত্রে জানা যায় গতকাল রাতে মোল্লা ট্রেডার্স নামক মুদি দোকানে চুরি হচ্ছে এমন খবর পান পাহারাদাররা। পরে পাহারা দারদের সহযোগিতায় মোল্লা ট্রেডার্সের মালিক ও বিনিময় স্টোর মালিকদের কে খবর দিলে ঘটনাস্থলে তার মুদি দোকানে আসেন।

কৌশলে চুরি করার সময় আশরাফুলকে হাতেনাতে ধরে আটকে রাখেন স্থানীয়রা।
পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশের হাতে তুলেদেন আশরাফুলকে।

এ বিষয়ে বিনিময় স্টোরের মালিক মুরাদ হোসেন বলেন
গতকাল রাতে আমার দোকানে থাকা ৫ লিটার ৩ টি ও ২ লিটার ১০টি মোট ৩৫ সয়াবিন তেল চুরি হয়েছে। তবে ক্যাশব্যাক সে থাকা নগদ টাকা চুরি হয়নি বলে তিনি জানান।

এদিকে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন একজন ধরে স্থানীয়রা থানায় নিয়ে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে আটক করে। চুরির অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ