মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটো দায়ী। এসময় তিনি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সমালোচনাও করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার নিন্দা করার আহ্বানে সাড়া দেবেন না। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, ‘রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো জোট সম্প্রসারণের চেষ্টা হলে সেখানে ছোট নয় বরং বর ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে। ন্যাটো তাদেরই নেতা ও কর্মীদের এমন সতর্কবার্তা আমলে নিলে ইউক্রেনে এই যুদ্ধ এড়ানো যেত।’ তিনি আরও বলেন, ‘এমন কিছু মানুষ আছেন যারা আমাদের চাপ দিয়ে বলছেন, রাশিয়ার বিরুদ্ধে আমাদের বৈরী অবস্থান নেওয়া উচিত। তবে এর পরিবর্তে আমরা বরং এমন অবস্থান নিতে চলেছি যাতে সংলাপ হওয়া উচিত। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।