Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ১১:৫৫ এএম

তিন বছরের সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর ধরে পালিয়ে থাকার পর অবশেষে টেকনাফ থানা পুলিশের হাত ধরা পড়েছেন মোঃ আবুল কাশেম নামের এক পলাতক আসামি।

আজ সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হোসাইন আহমদ, এএসআই নাজির হোসেন নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ মামলার ৩বছরের সাজা প্রাপ্ত মোঃ আবুল কাশেমকে গ্রেপ্তার করে।
ওসি হাফিজুর রহমান আরও জানান, জি আর নং-৩০/২০০৯ ও জি আর নং-০৪/২০১২ (মাদকদ্রব্য) এই দু’টি মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী কাশেম জানায়, সে দীর্ঘ ১০ বৎসর পূর্বে জেল হতে জামিন লাভ করে সে। এরপর সে মামলার ঘটনা আড়াল করার জন্য দমদমিয়া মাজারের খাদেম সেজে, লম্বা চুল ও দাড়ি রেখে ছদ্মবেশ ধারণ করে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ