Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রুশ হামলায় সম্পূর্ণ ধ্বংস লাভিভ শহরের বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ১১:৪৩ এএম

ইউক্রেনের লাভিভ শহরে বিমান রক্ষণাবেক্ষণের একটি কেন্দ্রে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার চালানো ওই হামলায় কেন্দ্রটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শহরটির বারাবাশোভো মার্কেটে গত বৃহস্পতিবার রাতে প্রথমে গোলা হামলা হয়। হামলার পর মার্কেটে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে মার্কেটে দ্বিতীয় দফায় হামলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের ঘরবাড়িতেও আগুন লাগে। লাভিভের অবস্থান পোল্যান্ড সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে।
এক টেলিগ্রাম পোস্টে লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, বিমানবন্দরে হামলা হয়নি। বিমানবন্দরের পাশের একটি ভবনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মেয়রের দাবি, হামলার আগে থেকেই ওই কেন্দ্রে কাজ বন্ধ ছিল।
এদিকে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে অস্ত্র সংরক্ষণের গুদামে গতকাল হামলা চালিয়েছে রাশিয়া। তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ