গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ফরিদপুরের বোয়ালমারীর কৃতি সন্তান, সিনিয়র সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আবুল বাশার নুরু ভাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এ খবরপ ফরিদপুর সাংবাদিক সমাজে নেমে আসছে শোকের মাতাম। নিহতের পারিবারিক সূত্র মতে জানাযায়,
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর দক্ষিণখানের নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হয়। কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে নিস্তেজ হয়ে পড়েন।
তাৎক্ষণিক উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর।
৩০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলা বাজার পত্রিকা, আমাদের সময়, আমাদের অর্থনীতি, সংবাদ সারাবেলা, আমাদের নতুন সময়সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন।
মৃত্যুর আগে তিনি আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদকের দায়ীত্ব পালন করছিলেন বলে জানাযায়।
গ্রামের ছেলে সাংবাদিক নুরুর মৃত্যুর খবর শুনে গ্রামের বহু মানুষ তার গ্রামের বাড়ীতে ছুটে যান।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করছেন,বৃহওর ফরিদপুরের সভাপতি(সম্পাদক দৈনিক গনসংহতি) আশীষ পোদ্দার বিমান,সাধারন সম্পাদক ( দৈনিক বাঙ্গালি সময়),সেলিম মেল্যা, অর্থ সম্পাদক, আনোয়ার জাহিদ,( সাপ্তাহিক মেধা)
অপরদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক বার্তা জানিয়েছেন, বাংলাদেশ কংগ্রেসের সিনেট সদস্য এমএম মুঈদ হোসেন আরিফ,জাতীয় দৈনিক আমাদের কন্ঠের দক্ষিণাঞ্চলীয় সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ শহীদুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।