বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল সংখ্যক ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো: শাহরিয়ার বলেন,ঔষুধ পাচারের ঘটনায় জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোন লিখিত অভিযোগ করেনি। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে শাহেদা নামের ঐ নারী একটি ট্রাভেল ব্যাগে ভর্তি পেলটকস-২ এবং পেনটিড মেগাপিল এর ৩শ ৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হয়। এসময় স্থানীয়দের সন্দেহ হলে ব্যাগ খুলে ইনজেকশন দেখতে পায়। পরে ঐ নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক শাহেদার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে।
এই বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহীদুল্লাহ লিংকন সরকারি ইনজেকশন পাচারের সময় এক নারী আটকের কথা স্বীকার করে বলেন,আমরা বিষয়টি তদন্ত করে দেখবো ইনজেকশন গুলো কোথাকার। এরপর আইনী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।