Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্নাটকে হিজাব মামলার রায় আজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

কর্ণাটকে হিজাব মামলার রায় বের হবে আজ। হিজাব মামলার রায় ঘোষণার পর পরিস্থিতি কেমন হবে তা জানা নেই কারোই। তবে বেঙ্গালুরু শহরে যাতে কোনো ধরনের উত্তেজনা না ছড়ায় তারজন্য উপযুক্ত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্থ জানান, ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত গোটা বেঙ্গালুরু জুড়ে কোনো উৎসব, অনুষ্ঠান, মিটিং, মিছিল, প্রতিবাদ সভা করা যাবে না।
সরকারের তরফে জানানো হয়েছে, ‘জনশান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, এই হিজাব বিতর্ক জুড়ে অতীতে বহু অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে দক্ষিণের এই রাজ্য। সে কারণেই রায় দানের পর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তাই এমন সিদ্ধান্ত।
প্রসঙ্গতঃ দক্ষিণের এ রাজ্যটির উদুপির এক শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষার্থীদের হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে সরগরম হয়ে ওঠে গোটা রাজ্য। এমনকি একদল শিক্ষার্থী হিজাব পরার অধিকার দাবিতে হাইকোর্টে মামলা করে দেন। তাদের দাবি ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যবহার নিষিদ্ধ করার কোনো আইন নেই। হাইকোর্টে মামলা চলাকালে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে। তখন হাইকোর্টের তরফে একটি অন্তর্বর্তীকালীন রায়ে বলা হয়, যতদিন পর্যন্ত না এ মামলার চ‚ড়ান্ত রায় আসছে, ততদিন রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সবরকম ধর্মীয় পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।
অবশেষে সেই রায়ের দিন এসে গেছে। আজই রায় দিয়ে হাইকোর্ট জানাবে, মুসলিম শিক্ষার্থীরা ক্যাম্পাসে হিজাব পরিধানের অধিকার পাবে কি না। সূত্র : দ্য ওয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ