Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে নৃশংস সুমি হত্যা মামলায় জড়িত আটক মা-মেয়ে

১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৮:৪৩ পিএম | আপডেট : ৯:২১ পিএম, ১৪ মার্চ, ২০২২

কাপ্তাইয়ে প্রাইমারি স্কুলে টয়লেটে হাসিনা আক্তার সুমি হত্যা মামলায় আটক হয়েছে মা-মেয়ে। ১০দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। নিহত হাসিনা আক্তার সুমির মা আমেনা বেগমের মামলায় তিনজনের মধ্যে ২জন আটক হয়েছে। সোমবার কাপ্তাই থানা ব্যাপক জিজ্ঞাসাবাদের পর হত্যায় জড়িত হাজেরা বেগম(৫২), রুমিকে (২৫) আটক করে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়েছে। এবং হত্যায় জড়িত অভিযোগে রুমির স্বামীর বাবলু বড়ুয়া পলাতক রয়েছে। আটক দু'জন সম্পর্কে মা- মেয়ে বলে জানান কাপ্তাই থানা। তদন্ত কর্মকর্তা কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন আটকদের সাথে আরোও কেউ জড়িত আছে কিনা আমরা তা তদন্ত করছি। কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন জানান এটা নিশংস হত্যাকাণ্ড ও পরিকল্পিত। সুমি হত্যা হয়েছে মাদক সংক্রান্ত বিষয়ে। নিহতর মা আমেনা বেগম বাদি হয়ে তিনজনের বিরুদ্বে হত্যা মামলা দায়ের করে।আটক দু'জন মা ও মেয়ে। অন্যজন পলাতক রয়েছে। অচিরেই তাকেও আটক করা হবে। আটকদের বিরুদ্বে ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উল্লেখ ১২মার্চ শনিবার বিএফআইডিসির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট হতে মুখমন্ডল জ্বলসানো নিহত সুমির লাশ পুলিশ উদ্বার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ