বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনা আমতলীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ যৌনকর্মীকে আটক করেছে আমতলী থানা পুলিশ।সোমবার (১৪ মার্চ) দুপুর ২ টার দিকে পুলিশ পুরাতন লঞ্চঘাটে অবস্থিত ইসলামি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো ঢাকার কেরানীগঞ্জের সত্তার মিয়ার কন্যা মোসাঃ রোজিনা আক্তার নদী (৩০), বাকেরগঞ্জের ডাবরকাঠী গ্রামের রায়হানের স্ত্রী মোসাঃ নুপুর (৩৮), খুলনা সোনাডাঙা নিরালা এলাকার মোস্তাফিজের স্ত্রী মোসাঃ আছিয়া (২২) পাথরঘাটা কাকচিড়া হাওলাদার বাড়ির শাহজাহান হাওলাদারের স্ত্রী ময়না (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মিলন মিয়ার নেতৃত্বে পৌর শহরের পুরাতন লঞ্চঘাটে অবস্থিত ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই হোটেলের হোটেলের বিভিন্ন কক্ষে অবস্থান করা চারজন যৌনকর্মীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার, কর্মচারী ও খদ্দেররা পালিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় ২৯০ ধারায় মামলা দায়ের করে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।