Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণদের বই মেলা

বইমেলা- ২০২২

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১০:৩৫ পিএম

তরুণদের অসংখ্য বই এবার মেলা ছুঁয়েছে। একটি বই মেলায় প্রকাশ পেলে একজন তরুণ যেন আনন্দ উড়তে থাকেন।তবে লেখালেখিতে দৃঢ়চেতা কিছু তরুণ আছেন,তারা আবার নিরব। বই বের হওয়ার পর পাঠক পড়ে কতটা আনন্দ পেলেন,মৌলিক সাহিত্যে সে একটি পালক সংযোজন করতে পারলো কিনা, এ নিয়ে তাদের বড়ই অস্থিরতা থাকে। তরুনদের মধ্যে সাদত হোসেনের বই বেশি চলছে। অন্য ধারা থেকে তার বের হয়েছে, তোমাকে দেখার অসুখ,ইতি স্মৃতি গন্ধা।এসব বইয়ের একাধিক এডিশন মেলায় এসেছে। জ্ঞনকোষ থেকে বের হয়েছে, কিংকর হাসানের, নীল ডুমুর। শোনা যায় এ বইটে প্রচুর কাটতি একুশের বই মেলায়। তাম্রলিপি থেকে বের হয়েছে মৌরি মরিয়ম এর উপন্যাস, মহাযাত্রা। একাধিক এডিশন বের হয়েছে। এমন আরও কিছু তরুণ তরুণী বই বেশি বিক্রি হচ্ছে। তবে শেষ কথা হলো,কতটা তাদের এই বই কাটতির জোয়ার সামনের বছর ধরে রাখতে পারবেন।অনেকেই ঝলক দেখিয়ে শেষে হারিয়ে যান। কম লিখে, ভালো মানের বই বের করা তরুণদের উচিত -- বলেন নজরুল নিশু নামের একজন পাঠক।

ধীরে হাঁটা মানুষ মতো
ধীর হাটা মানুষের মতো শেষ প্রান্তে একুশে মেলা পৌঁছে যাচ্ছে। শেষ হবে ১৭ মার্চ। যারা বই এতদিন কিনতে পারেননি তারা এখন
কিনছেন। কেউ লিস্ট ধরে,কেউ লিস্ট ছাড়াও বই কিনছেন। মেলা শেষের দিকে চললেও লোকসমগম কিন্তু কমেনি।


মরমি কবির বইয়ের মোড়ক উন্মোচন
মরমি কবি মহিদুর রহমান। জন্ম- ১৯৪১ সাল,মানিকগঞ্জ। তার দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয় গত শনিবার, উদ্যানে। বই দুটো হচ্ছে ১. অচিন পাখি সংগীত। ২.সংগীতা। লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তার মেয়ে পাপিয়া সুলতানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলা

৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ