বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন, ফরিদপুর শহরের মামুদপুর এলাকার গোলাম মোস্তফা (৪৬) এবং তার স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)।
শনিবার (১২ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম প্রমুখ ।
পুলিশ কর্তকর্তা জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহরের মামুদপুরে গোলাম মোস্তফার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় একটি পিস্তল, লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান, দুইটি ষ্টীলের ছোরা, দুইটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করে।
জামাল পাশা বলেন, এই অভিযানে ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গনমাধ্যম কে জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করে। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। এসময় তার বাড়িতে থাকা মাদক বিক্রয়ের ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইন পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।