পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
দেশের মধ্যবিত্ত পরিবারের অবস্থা নাকাল। লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না, আবার কারো ধারও কাছে চাইতে পারে না। তাই অনেক সময় না খেয়ে তাদের চলতে হচ্ছে। রাজধানীতে টিসিবির ন্যায্যমূল্যের মালামাল বিক্রির ট্রাকগুলোতে গরিব নয়, এখন মধ্যবিত্ত পরিবারের ভিড় বেশি। অপর্যাপ্ত মালামাল নিয়ে আসা টিসিবির ট্রাকগুলো স্বল্প সময়েই খালি হয়ে যায়। চাহিদা থাকা সত্ত্বেও টিসিবির মালামাল না পেয়ে অনেকে খালি হাতে ফেরত যেতে বাধ্য হচ্ছেন। এটা সত্যিই বড় দুঃখজনক ও অমানবিক। দেশে চাউলের মূল্য হু হু করে বেড়ে যাচ্ছে, যাতে গরিব ও মধ্যবিত্ত পরিবারের হাহাকার শুরু হয়ে গেছে। মাছ মাংস সবজি মসলার বাজারের ঊর্ধ্বগতি দেখা শুধু নয়, শোনারও যেন কেউ নেই। সরকার বহুবার দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের। অথচ বর্তমানে দ্রব্যমূল্যের চাপে পড়ে দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারের কাহিল অবস্থা। এ দুর্দিনে দুই বেলা দুই মুঠো খেয়ে পরিবার নিয়ে বেঁচে থাকাই দুষ্কর। এই অবস্থায় মানুষকে স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই। পারলে চাল-ডালের দাম কমিয়ে তাদের কষ্ট দুর্ভোগ লাঘবের উদ্যোগ নিন। তাহলেই জনগণ এই সরকারের জন্য দোয়া করবে। সত্যি কথা বলতে কী, দেশের শতকরা ৫০ ভাগ পরিবারের হাহাকার লেগে আছে। তাই মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য শুধু রাজধানীতে নয়, সারা টিসিবির ন্যায্যমূল্যের ভ্রাম্যমাণ ট্রাকের সরবরাহ বৃদ্ধির প্রতি সরকারকে গুরুত্ব দিতে অনুরোধ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
গেন্ডারিয়া, ঢাকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।