প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেছেন, আমাদের প্রত্যেক শিল্পীকে দুই-তিন দিনে একটি নাটকের কাজ শেষ করে পরের দিন আরেকটির শুটিংয়ে যেতে হয়। এত কম সময়ে এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ করার মতো কষ্ট আমরা যারা শিল্পী, তারাই কেবল বুঝি। তাই আমি মনে করি, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও পরিশ্রমের দিক থেকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। মেহজাবীন অভিনীত প্রথম ওয়েব সিরিজ সাবরিনা’র টিজার প্রকাশ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা অনেক বেশি পরিশ্রম করতে পছন্দ করি এবং অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। এ জন্য আমরা অনেক বেশি পরিশ্রমী, ফলে আমরা সফল হতে পারি। যদিও বাজেট কম থাকে, তবু আমরা সব সময় অসাধারণ কাজ উপহার দেওয়ার চেষ্টা করি। এতে শিল্পীদের পাশাপাশি পরিচালক, টেকনিক্যাল টিমসহ সবার ক্রেডিট থাকে। উল্লেখ্য, সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সব নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে ওয়েব সিরিজ সাবরিনাতে। দুই সাবরিনা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা। নির্মাণ করেছেন আশফাক নিপুণ। মার্চে সিরিজটি প্রচার করে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।